নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ 'সেক্স এডুকেশন' এর শুটিং হয় ইংল্যান্ডের একটি বাড়িতে। এই বাড়িই এবার বিক্রি হতে চলেছে। ভারতীয় মূল্যে এর দাম প্রায় ১৫ কোটি। ৪.৫২ একর এলাকায় ছড়িয়ে এই বাড়ি। আছে ৫টি বেডরুম, ৩টি রিসেপশন ও ৩টি বাথরুম।