ভেঙে পড়ল বিশ্বের বৃহত্তম রকেট!

সবচেয়ে শক্তিশালী রকেট স্পেসএক্সের স্টারশিপ ২০ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। এই রকেটটি টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের পরপরই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। সন্ধ্যা ৭ টার দিকে টেক্সাসের বোকা চিকা থেকে যাত্রা শুরু করে এই রকেটটি। এটি ছিল স্টারশিপের প্রথম অরবিটাল পরীক্ষা। এর আগে,১৭ এপ্রিলও এটি চালু করার চেষ্টা করা হয়েছিল এবং তা পিছিয়ে যায়। অবশেষে যখন ২০ এপ্রিল এটি উৎক্ষেপণ করা হয়,তখন স্টেজ থেকে ওঠার ঠিক আগের মুহূর্তে সমস্যা দেখা দেয়। সেই কারণেই এদিনের লঞ্চ ব্যর্থ হয়।