সাত সকালে বানারহাট হিন্দি কলেজের পাশে ঠাঁয় দাঁড়িয়ে হাতির দল।অবরুদ্ধ হল জাতীয় সড়ক। চাঞ্চল্য ছড়ালো বানারহাটে।বানারহাট কার্তিক ওরাও হিন্দি গভমেন্ট কলেজের পাশে সকাল বেলা ১৭ টি হাতির একটি দলকে দেখতে পান এত প্রাতভ্রমণ কারীরা।