তীব্র আর্থিক সমস্যায় জেরবার পাকিস্তান। তারমধ্যেই খবরের শিরোনামে এসেছেন এক পাক শিল্পপতি। পাক নেটিজেনরা তাঁর তুলনা টেনেছেন আম্বানি পরিবারের সঙ্গে। ওই শিল্পপতির নাম শাহিদ খান। শাহিদের পুত্র টোনি ও মেয়ে শান্না। পাকিস্তানের গুটিকয়েক কোটিপতির মধ্যে অন্যতম শাহিদ খান। এই শিল্পপতির জীবনযাপন ও জনহিতৈষী মূলক কাজ নেটিিজেনদের চর্চায় থাকে।