কিশোর কুমারের প্রেমের গানে উত্তাল নানা প্রজন্ম। কিন্তু ব্যক্তিগত জীবনে প্রেম পাননি আভাস কুমার গঙ্গোপাধ্যায়। টলিউড বলিউডের সুপার সিঙ্গারের জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটেছে বারেবারে। মোট ৪ বার ছাদনাতলায় যান কিশোর কুমার।