ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার। একদিকে গরু পাচারের মামলা স্থানান্তরিত হয়েছে এ রাজ্য থেকে দিল্লিতে। দিল্লির রাউস এভিনিউ কোর্টে গরু পাচারের ইডি ও সিবিআইয়ের মামলা শুরু হয়েছে। অন্যদিকে অভিযোগ আসানসোল সিবিআই আদালত থেকে সরে যেতেই ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র। ৩৮ টি গরু বোঝাই বড় লরি ধরা পড়লো ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর।