'শাহরুখের মেয়ে জোটে না কারণ করন'

সেলিব্রেটিদের নিয়ে গসিপের অন্ত নেই। বলিউড যেন গসিপের কুরুক্ষেত্র। একবার একটি বেফাঁস মন্তব্যে শাহরুখ খান ও যুবরাজ সিংয়ের মধ্যে বেঁধে যায় নারদ নারদ। 'আপ কি আদালত' টক শোয়ের সঞ্চালক যুবরাজ কে বলেন। শাহরুখ খান মন্তব্য করেছেন 'যুবরাজ সিংয়ের ওপরে মেয়েরা ফিদা'।