ত্রিবেনীতে লোকনাথ মন্দিরের সেবাইতকে গলায় ছুরি মেরে খুনের চেষ্টা,আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।আহতের নাম গঙ্গারাপু তাতাইয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড ত্রিবেনী শিবপুর রাজা ঘাট এলাকায় গত জুন মাসে লোকনাথ সেবাশ্রম মন্দির তৈরী হয়।