'বউ নায়িকা হলে,ওর অভিনয় ছাড়িয়ে দেব'

সলমন খানের বয়স ৫৭। তিনি এখনও অবিবাহিত। সলমনের জীবনে প্রেমিকার অভাব কখনও হয়নি। সলমনের মন জুড়ে ছিল ক্যাটরিনা কাইফ থেকে ঐশ্বর্যা রাই বচ্চন সবাই। বিয়ের বিষয়ে সলমন বিতর্কিত উত্তর দেন।