শহরে ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। শ্রীভূমির পুজোয় যান এই বিদেশী ফুটবলার। মণ্ডপ ঘুরে দেখেন তারকা, সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু। এদিন শ্রীভূমি ক্লাবের সামনে ফুটবল নিয়ে দেখা গেল রোনাল্ডিনহো-সুজিত বসুকে। রোনাল্ডিনহোর প্রথম শট, গোল বাঁচাতে সবরকম চেষ্টাও চালালেন মন্ত্রী সুজিত। যদিও শেষ রক্ষা হল না, সুজিত বসু মাটিতে, বল গিয়ে ঢুকল গোলে। ওদিকে করতালিতে ফেটে পড়ছে শ্রীভূমি।