আমড়াকে আমরা হেলাফেলা করি। শেষ পাতে চাটনি আর কাঁচা খেতে ভালই লাগে আমড়া। কিন্তু আমড়ার গুন জানলে অবাক হবেন। অ্যাসিডিটি, পেট খারাপ আর হজমের সমস্যায় দারুণ কাজ দেয় আমড়া।