যৌথ পরিবার বড় হয়েছেন সানি ও ববি দেওল। অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই সন্তান তাঁরা। সানি বলছেন শৈশবে ত্রাস ছিলেন বাবা ধর্মেন্দ্র। সানি বলছেন দেওল পরিবারের সাফল্যের রসায়ন একসঙ্গে থাকা। একসঙ্গে থাকলেও কেউ কারও ঘরে থাকেন না। সকলেই ব্যস্ত থাকেন নিজের কাজ নিয়ে। কেউ কারও কাজে হস্তক্ষেপ করেন না।