কেলেঘাইয়ের বর্তমান জলের উচ্চতা ৬.২৯ মিটার , নদী উপচে হু হু করে জল ঢুকছে গ্রামে প্লাবিত পটাশপুরের বহু গ্রাম।ভগবানপুরের মানুষ ও আতঙ্কিত।রাজ্য সড়ক জলমগ্ন। খোলা হলো জেলা পুলিশের কন্ট্রোল রুম।