প্রশাসন ব্যস্ত পুজোয়, চলছে বালি-পাথর লুঠ

কালী পুজো নিয়ে যখন ব্যাস্ত পুলিশ প্রশাসন সেসময় দেদার চলছে ডুয়ার্সের নদী থেকে বালি পাথর লুট। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চলছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে পাথর লুট। পেছনে রয়েছে বালি পাথর মাফিয়া দের হাত। যার কারণে বর্ষায় দেখা দিচ্ছে নদী ভাঙ্গন। বানারহাটের ধূপগুড়ি থানার অন্তর্গত সাঁকোয়াঝোরা -১ নং গ্রাম নেপালি বস্তি আংরাভাসা নদী , রাঙাতি নদী , গিলান্ডি নদী থেকে চলছে বালি পাথর চুরি করে পাচার ।