রোগীর পায়ে কখনও আবার মাথার উপরে খেলছে ইঁদুর। কখনও আবার কম্বলের ভিতর ঢুকে আহ্লাদ। এরপর আচমকাই দেখা গেল ইঁদুরের মাথাখানা চেপে ধরেছেন রোগী। মুঠো করে ঘা দিয়ে চলেছেন ইঁদুরটিকে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।