বিগত বেশ কিছু সময় ধরেই সামাজিক মাধ্যম থেকে দূরে আছেন পিয়া চক্রবর্তী

বিগত বেশ কিছু সময় ধরেই সামাজিক মাধ্যম থেকে দূরে আছেন পিয়া চক্রবর্তী। এবার জানা গেল আসল কারণ। তাঁর জীবনে এসেছে নতুন প্রাণ। সেই একরত্তির ছবি শেয়ার করে পিয়া লিখলেন, “সামাজিক মাধ্যম থেকে দয়রে ছিলাম কারণ আমার জীবন এই নতুন প্রাণ অধিকার করে বসেছে। অফিস চত্বরে দেখা পেয়েছিলাম ওর। এত্ত নরম, আর গায়ে এত্ত লোম।”