বেশ কিছু পাখি আছে যাদের গতির কাছে হার মানতে পারে বুলেট ট্রেন বা সুপারফাস্ট ট্রেনকে। ফ্যালকন বিশ্বের দ্রুততম পাখিদের মধ্যে অন্যতম। ঘন্টায় ৩৯০ কিলোমিটার বেগে উড়তে পারে ফ্যালকন। আকাশ থেকে দ্রুত গতিতে নেমে এসে ছোঁ মেরে শিকার করে ছোট প্রাণী ও পাখিদের। মার্কিন মুলকে দেখা যায় এই ফ্যালকনদের।