সানি হনুমান

প্রযোজকদের সমস্যায় পিছিয়ে গিয়েছিল রামায়ণ ছবি। রামায়ণে রামের ভূমিকায় রণবীর কাপুর। সীতা দক্ষিণী সুপারস্টার সাই পল্লবী। রাবণের চরিত্রে আছেন কেজিএফ খ্যাত যশ। রামায়ণর অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্র হনুমান। এই চরিত্রে কে? তা নিয়ে চিন্তা ভাবনা প্রযোযকদের।