ভূতের আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ির দক্ষিণ খাগড়া বাড়ি এলাকায়

কখনও নিম গাছের ডালে,কখনও আবার কামরাঙ্গা গাছের ডালে বসে কাঁদে আত্মঘাতী মহিলা। আবার কখনও জানালা দিয়ে মুখ বের করে হাসে ওই মৃত গৃহবধূ। আর এতেই ভূতের আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ি দক্ষিন খাগড়া বাড়ি গ্রামে।