ক্যানসার সারাচ্ছে 'প্রোটন বিম থেরাপি'!

যত দিন যাচ্ছে এখন ক্যানসার চিকিৎসায় নিত্য নতুন নানা প্রযুক্তি আসছে। সেরকমই একটি আধুনিক চিকিৎসা ‘প্রোটন বিম থেরাপি করা হচ্ছে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে। সম্প্রতি ১১ বছরের একটি শিশু ব্রেন টিউমার আক্রান্ত ছিল। এই অত্যাধুনিক চিকিৎসায় এখন তার টিউমার গায়েব।