কলকাতার মতোই জনজোয়ারে ভাসছে দিল্লির রাজপথ। দুর্গাপুজো ঘিরে উন্মাদনা কোথাও কম নেই এক ফোঁটাও। সেই আবহেই মেতে উঠেছে ২০০র বেশি শপিং স্টল নিয়ে দিল্লির বুকে ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত হয়েছে TV9 নেটওয়ার্কের দুর্গোৎসব।