১৫ কেজির বিশালাকার টিউমার

পনেরো কেজির বিশালাকার টিউমার। এক মহিলার পেট থেকে অস্ত্রোপচার করে বের করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের চিকিৎসকরা। অতীতে হাসপাতালে এত বিশালাকার টিউমার অস্ত্রোপচার হয়নি। রীতিমতো ঝুঁকির এই অস্ত্রোপচারে সাফল্য মেলায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন বছর বিয়াল্লিলের ওই মহিলাও।