ধারাবাহিকের শুটিং চলছিল তাঁর। এরই মধ্যে ব্রেক পেয়ে বাবা-মায়ের সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য। কিন্তু দিঘায় গিয়েই পড়লেন মহাবিপদে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তাঁর পায়ের আঙুল। আয়েশা জানিয়েছেন, জোয়ার এসেছিল সমুদ্রে। জলের তলায় যে পাথর রয়েছে, তা টের পাননি। আচমকাই পায়ে এসে লাগে তাঁর। এর পরেই এই অবস্থা। পা কেটে গিয়ে রক্তারক্তি।