প্রথমে দেবীবরণ আর তারপরই হাজরা পার্কে সিঁদুর খেলায় মাতলেন যব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে সায়নীর মুখেও শোনা গেল সেই চেনা সুর, 'আসছে বছর আবার হবে'।