ভারতীয় বংশোদ্ভুত জয়সওয়াল পরিবার মধ্যমগ্রাম স্কুলের জন্য সাফল্যের সাথে শেষ করল তাদের এভারেস্ট বেসক্যাম্প অভিযান। বিকাশ আর মধুরিতা জয়সওয়াল কলকাতার ছেলেমেয়ে। দুজনের জন্ম থেকে বেড়ে ওঠা, সবটাই কলকাতা জুড়ে। বর্তমানে তারা লন্ডনে বসবাসকারী সফল ব্যবসায়ী দম্পতি।