ফোন নাকি ব্রেসলেট!

দেখে রীতিমত ভিরমি খেতে হয়। এটা কী? ফোন নাকি ব্রেসলেট। মোবাইল ফোনের জগতে যেন ঘটে চলেছে নিত্য নতুন বিপ্লব । এবার বাজারে এল ফ্লেক্সিবল ফোন। এই ফোন ব্রেসলেটের মতো কব্জিতে পরা যায়। হাতে থাকাকালীন কাজ করে এই ফোনের অত্যাধুনিক ডিসপ্লে।