১০০ কোটির ছবি ফেরালেন কেন?

দীর্ঘদিন গোবিন্দাকে বড়পর্দায় দেখা যায়নি। তিনি প্রায় ১৭০টি ছবিতে অভিনয় করেছেন। ২০২৩ এ একের পর এক হিট ছবি। গদর ২,জওয়ান ও পাঠান। প্রযোজকদের এক অংশ গোবিন্দাকে গদর ২ য়ের জন্য বেছে ছিলেন। কিন্তু গদর মানেই সানি দেওলের সিনেমা।