জঞ্জালের মধ্যে বোমা!

সিউড়ি শহরের ১১নং ওয়ার্ডের রুটিপাড়াতে পুরকর্মীদের জঙ্গল পরিস্কারের সময় কৌট বোমা উদ্ধার। এই ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে , বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়।