মোখার আশঙ্কা, ধান কাটা শুরু

বসিরহাটের সুন্দরবনের ব্লক হাসনাবাদ, হড়োয়া, মিনাখাঁ ও সন্দেশখালি এই ব্লক গুলোতে বরাবরই বিপর্যয়ের আঘাত হেনেছে প্রান্তিক মানুষদের উপর। এখানকার বাসিন্দারা ২০০৯ সালে আয়লা দেখেছে, ২০২০ সালে মে মাসে আমফান ও ২০২১ এ ইয়াশের মতো বিপর্যয় দেখেছে।