কতদূর পড়েছেন অমিতাভ?

অমিতাভ বচ্চনের শিক্ষাগত যোগ্যতা কী তা নিয়ে অনেকেরই আগ্রহ। অনেকে এ বিষয়ে গুগল সার্চও করেন। বিগবি তাঁর ৮১ তম জন্মদিনে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে মুখ খুললেন এ নিয়ে। এলাহাবাদের জ্ঞান প্রবোধিনী বয়েজ স্কুলে শিক্ষা শুরু অমিতাভের। তারপর ভর্তি হন কিশোরী মল কলেজে।