‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-মঞ্চে দাঁড়িয়ে রবিনা বলেন, “শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ সকলকে। আমি এখানেই বসেছিলাম এবং সেশন শুনছিলাম। আমি আমার সেশনের জন্যও খুব উত্তেজিত। প্রথম পারফরম্যান্স থেকে এখনও পর্যন্ত অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া—এটা আমার কাছে খুবই আনন্দের। শুধু ৯০-এর দশকের হার্টথ্রোব নয়, আমরা মহিলারা এখনও প্রাসঙ্গিক। আমরা তখনও ছিলাম, এখনও আছি এবং চিরকাল এখানেই থাকব।” তিনি আরও বলেন, “আমার ডেবিউ অ্যাওয়ার্ড হোক বা এই অ্যাওয়ার্ড, যখনই তার কাজের প্রশংসা হয় তখনই ভাল লাগে।” ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’ পেয়ে গর্বিত রবিনা। এরপর একটি বিশেষ পর্বে নিজের মতামত শেয়ার করবেন তিনি।