সাইকেল নিয়ে তারাপীঠ, কালীঘাটে গুজরাটের বিজয়

সাইকেল চালাতে ভালোবসেন গুজরাটের খেরা জেলার নাদিয়াদ গ্রামের বাসিন্দা বিজয় সেবক। পেশায় তিনি কলের সরঞ্জাম বিক্রেতা। সময় পেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। গত ২৪ জুন বেরিয়ে সাড়ে চার মাস ধরে সাইকেল নিয়ে ঘুরছেন দেশের বিভিন্ন রাজ্য।বাংলায় এসেছেন চার দিন আগে।বাংলার প্রকৃতি বাংলার মানুষ, মানুষের ঈশ্বর ভক্তি একসঙ্গে মিলেমিশে থাকা দেখে অবাক হয়েছেন। মুগ্ধ হয়েছেন বাংলার গ্রাম গঞ্জে কালি পুজো দেখে।