বিরাট রিটার্ন দিতে পারে স্মলক্যাপ, নজর রাখা যেতে পারে এই সেক্টরগুলোতে!
আগের তুলনায় বর্তমান ভারতে এই ধরণের সংস্থা, যারা মাইক্রো ও স্মলক্যাপ সেক্টরের মধ্য পড়ে, তাদের বৃদ্ধির সম্ভাবনা অনেকাংশেই বেশি। তবে এমন কিছু সেক্টর রয়েছে যেখানে যে কোনও সংস্থার ভবিষ্যতে গ্রো করার অনেকটা জায়গা রয়েছে।