সূর্যের আলোর সঙ্গে আসে অতিবেগুনি রশ্মি। এতে ত্বক পুড়ে যায়। হয় সানট্যান, সানবার্ন আর ফটোএজিং। এই ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা জরুরি। সানস্ক্রিন ক্রিম চামড়ার ওপরে তৈরি করে একটি সুরক্ষার স্তর।