অনেক কম বয়সে সানি লিওন নীল ছবির দুনিয়ায় যুক্ত হন। তিনি খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। সানি একটি সাক্ষাৎকারে বলেন, সঙ্গম একটা আর্ট। তিনি এই পেশা নিজের ইচ্ছেতেই বেছে নেন। এই পেশায় তিনি মোটা টাকা পেতেন । প্রথমের দিকে সানি বাড়িতে কিছু জানাননি।