রাস্তার ধারে অন্য বুফে!

জলপাইগুড়ি শহরে আজ থেকে শুরু হোলো গরীবের বুফে।মাছ মাংস দিয়ে পেট পুরে খাওয়ার পর এক বয়স্ক রিক্সো চালক বলছিলেন প্রতিদিন যদি এভাবে বিনামূল্যে এক বেলা খাবার পেতাম। তবে আর রিক্সো চালাতে হোতো না। আজকের মেনুতে ছিলো লেবু, ভাত, ডাল, পাপর,ডিমের কারি, রুই মাছ, চিকেন কারি, রসগোল্লা , গোলাপ জাম। সাথে ছিলো মিনারেল ওয়াটার।