প্লাবন যন্ত্রণায় মিনাখাঁ

বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ ব্লকের মালঞ্চ সরকার পাড়া এলাকায় বর্ষার জলযন্ত্রণা, অন্যদিকে চকআমোদপুর এলাকায় বিদ্যাধরী নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। চরম আতঙ্কে গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর ধরেই বর্ষায় এবং ভরা কোটালে জলযন্ত্রণায় ভুগছে এলাকার সাধারণ মানুষ।