বর্ধমান থেকে ফেরার পথে কীভাবে দুর্ঘটনা, জানালেন মুখ্যমন্ত্রী

বর্ধমান থেকে ফেরার পথে কীভাবে দুর্ঘটনা, জানালেন মুখ্যমন্ত্রী। 'পুরো মরেই যেতাম। একটা গাড়ি প্রায় ২০০-র স্পিডে যাচ্ছিল। ড্রাইভার বুদ্ধি করে ব্রেক কষে। আর তখনই ড্যাশবোর্ডটা এসে মাথায় লাগে', জানালেন মুখ্যমন্ত্রী।