টয়লেট চাই, দাবি বকখালি পঞ্চায়েতের

বক খালি গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে বিপদে পড়তে পারেন। কারণ স্থানীয় মানুষজনেরই অভিযোগ এত বড় একটা ট্যুরিস্ট স্পট অথচ কোনও পাবলিক টয়লেট নেই। এ নিয়ে ক্ষোভ রয়েছে। আন্দোলনও হয়েছে।