জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শুরু হল ‘ম্যাগনাম ওপাস’ দেবী চৌধুরানীর শুটিং। ওই ছবিতেই নাম ভূমিকায় নায়িকা। পরিচালক TV9 বাংলাকে জানান, উত্তর কলকাতায় এই মুহূর্তে চলছে শুটিং। রাজ্য ও দেশের নানা জায়গায় শুট হবে এই হাই বাজেট ছবির।