তিন তলা বাড়িতে চলে নার্সিং হোম। প্রতিদিন বহু রোগীর আনাগোনা, ভিতরে পাতা রয়েছে কয়েকটা কাঠের চৌকি তার ওপরেই চলে অস্ত্রোপচার! দিনের পর দিন নানা রোগের চিকিৎসা চলে। সামনে এসেছে বিস্ফোরক অভিযোগ নার্সিংহোমের মালিকের মেডিক্যাল ডিগ্রি নিয়েই প্রশ্ন। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে দিনের পর দিন চলছে চিকিৎসা।