গড়িয়ার স্কুলে দুঃসাহসিক চুরি!

গড়িয়ার বদনচন্দ্র ইন্দুমতী হাইস্কুলে ৪টি গেটের তালাভেঙে দু:সাহসিক চুরি। মোট ১০টি আলমারি ভেঙে চুরি করেছে একাধিক জিনিসপত্র। স্কুলে সিসিটিভি লাগানো ছিল না বলে জানা গিয়েছে।