অসময়ের এই সবজি দুর্গা থেকে লক্ষ্মী পুজোয়

পূজোর মরসুম শুরু হলে নিরামিষ রান্না নিয়ে বেশ ভাবতে হয়। দুর্গাপুজো তো আছেই তারপরেই লক্ষ্মীপুজো। বাজারে উঠেছে বাঁধাকপি। শীতকালের বাঁধাকপির মত স্বাদ না হলেও অসময়ের এই সবজি সবজি অনায়াসে পুজোর প্রসাদে রাখা যায়।