রোলস রয়েস কেনার আশ্চর্য মাপকাঠি। অদ্ভুত এক অঙ্কে রোলস রয়েস কেনেন ইনি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী রুবেন সিং। ১৫টি রোলস রয়েস কিনেছেন রুবেন সিং। সোশাল মিডিয়ায় ভারতীয় বংশোদ্ভূত শিখের অপমানের জবাব দেবার স্টাইল প্রশংসা কুড়িয়েছে।