বিনিয়োগকারীরা বেশি মুনাফা পেলেন ম্যানকাইন্ড ফার্মার আইপিও-তে বিনিয়োগ করে। শেয়ার প্রতি ২০০ টাকার বেশি মুনাফা পেলেন বিনিয়োগকারীরা। আইপিও এর ইস্যু প্রাইস ছিল ১০৮০ টাকা । বিএসইতে এই শেয়ারের দাম হয়েছে ১৩০০ টাকা। সেই শেয়ারের দাম বিনিয়োগকারীরা ২০% প্রিমিয়াম সহ মুনাফা পেয়েছে।