ফিশ ওরলি থেকে ফুচকা, চিংড়ির মালাইকারি থেকে ক্ষীর-পাটিসাপটা, বাদ ছিল না কিছুই

বাইপাসের ধারে বিলাসবহুল বিয়ের আসর। সেখানেই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। হাজির ছিলেন টলিউডের চেনামুখেরা। খাওয়াদাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ফিশ ওরলি থেকে ফুচকা, চিংড়ির মালাইকারি থেকে ক্ষীর-পাটিসাপটা, বাদ ছিল না কিছুই।