গুপ্তধন নিয়ে সলিল সমাধি জাহজের

৪০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার হল জার্মানিতে। জার্মানির লুবেকের কাছে এই উদ্ধারকাজ হয়। ২০২১ থেকে সেখানে নদীর নাব্যতা পরিমাপের কাজ চলছিল। সেই কাজ করতে গিয়ে ধরা পড়ে এই ধ্বংসাবশেষ। বিশেষজ্ঞদের ধারনা স্ক্যান্ডিনেভিয়ার বাণিজ্যিক জাহাজ এটি। জলের ১১ মিটার নিচে মেলে জাহাজের ভগ্নাংশ।