২য় বিশ্বযুদ্ধে ১৯৪৫এ হিরোশিমা আর নাগাসাকিতে বোমা ফেলে আমেরিকা। সেই লিটল বয় আর ফ্যাট ম্যান পরমাণু বোমার চেয়ে বহুগুণ শক্তিশালী বোমা তৈরি করল আমেরিকা। ২৪ গুণ শক্তিশালী পরমাণু বোমা বি৬১-১৩। অত্যাধুনিক যুদ্ধবিমানে সওয়ার হয়ে এই পরমাণু বোমা ৩৬০ কিলোটন টিএনটি বিস্ফোরণে সক্ষম।