৩টে কলকাতাকে গিলে খাবে এই বোমা

২য় বিশ্বযুদ্ধে ১৯৪৫এ হিরোশিমা আর নাগাসাকিতে বোমা ফেলে আমেরিকা। সেই লিটল বয় আর ফ্যাট ম্যান পরমাণু বোমার চেয়ে বহুগুণ শক্তিশালী বোমা তৈরি করল আমেরিকা। ২৪ গুণ শক্তিশালী পরমাণু বোমা বি৬১-১৩। অত্যাধুনিক যুদ্ধবিমানে সওয়ার হয়ে এই পরমাণু বোমা ৩৬০ কিলোটন টিএনটি বিস্ফোরণে সক্ষম।