মানি প্ল্যান্ট বাড়িতে রাখার সঠিক দিক

অনেকেই সুখ ও সমৃদ্ধির জন্য বাড়িতে মানি প্ল্যান্ট লাগান। কিন্তু জানেন কি মানি প্ল্যান্ট ঠিকঠাক ভাবে না রাখলে কী হয়? বাস্তুমতে এই গাছের পাতা শুকিয়ে গেলে বা হলুদ হলে তা দুর্ভাগ্য ডেকে আনে। তাই মানি প্ল্যান্টের যত্ন নেওয়া উচিত।