"যমের দুয়ারে পরলো কাঁটা ভাইয়ে কপালে দিলাম ফোঁটা" এই রীতি মেনেই আরামবাগের বাতানলে যমরাজের করণিক চিত্তগুপ্তের পুজোর পরেই শুরু হয় ভাই ফোঁটা। ভারতবর্ষের একমাত্র এই বাতানলেই চিত্তগুপ্তের পূজার পরই গ্রামের ভাই এর কপালে ফোঁটা দেন তাদের বোনেরা।